করযোগ্য পন্য সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী বা যে কোন পণ্যের আমদানিকারক বা যে কোন পণ্য বা সেবা রপ্তানিকারকের ব্যবসা শুরু করার পূর্বেই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা-৫ মোতাবেক মূল্য সংযোজন কর নিবন্ধনপত্র (ভ্যাট রেজিষ্ট্রেশন) গ্রহণ করা বাধ্যতামূলক। ভ্যাট রেজিষ্ট্রেশন ছাড়া ব্যবসা পরিচালনা করা, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা-৫, ৪৫, ৫১, ৬৪ ও ১০৭ এবং মূল্য সংযোজন কর বিধিমালা, ২০১৬ এর বিধি-২৫, ৪০, ৪৭ এর পরিপন্থী এবং দন্ডনীয় অপরাধ।
কেউ নতুন করে ব্যবসা করতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিতে হবে। এ জন্য ভ্যাট অনলাইন ওয়েবসাইটে https://vat.gov.bd/ গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করে নতুন বিআইএন নেওয়া যাবে। অনলাইনেই আবেদন করতে হবে। ঘরে বসেই আবেদন করা থেকে সনদ পর্যন্ত পেয়ে যাবেন।
কিভাবে আবেদন করবেন তার প্রসেস দেখানোর জন্য কার্যক্রম চলমান।
আপনার মতামত লিখুন :