ব্যবসায় কিযক্রম বন্ধ থাকলে/সংস্কার কাজ করলে মূসক-2.4 এর মাধ্যমে আবেদন করে জিরো রিটার্ন দাখিল করা যায়। এছাড়াও সরবরাহকারী প্রতিষ্ঠান হলে ওয়ার্ক অর্ডার না থাকলে মূসক-2.4 ছাড়াও জিরো রিটার্ন দাখিল করা যায়।
অবশ্যই জিরো রিটার্ন অনলাইনে/হার্ড কপি দাখিল করার সময় নো একটিভিটি মার্ক করে দাখিল করবেন।
আপনার মতামত লিখুন :