৬৪। (১) প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত বা নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ (পনের) দিনের মধ্যে দাখিলপত্র পেশ করিতে হইবে 1[:
তবে শর্ত থাকে যে, ১৫ (পনেরো) তম দিবসে সরকারি ছুটি থাকিলে তৎপরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করিতে হইবে। ]
2[(১ক) এই আইনের অন্যান্য বিধানে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দৈব-দুর্বিপাক বা যুদ্ধের কারণে জনস্বার্থে, বোর্ড, সরকারের পূর্বানুমোদনক্রমে, আদেশ দ্বারা, উক্তরূপ আপৎকালীন সময়ের জন্য সুদ ও জরিমানা আদায় হইতে অব্যাহতি প্রদানপূর্বক দাখিলপত্র পেশের সময়সীমা বৃদ্ধি করিতে পারিবে।
(১খ) উপ-ধারা (১ক) এ উল্লিখিত আদেশ ভূতাপেক্ষভাবে কার্যকরতা প্রদান করা যাইবে।]
(২) মূসক দাখিলপত্রে সম্পূরক শুল্ক পরিশোধের তথ্যাদি অন্তর্ভুক্ত করিয়া উক্ত দাখিলপত্রে পেশ করিতে হইবে।
এর ধারা-৬৪ এবং একই আইনের বিধিমালা-২০১৬ এর বিধি-৪৭(৩) মোতাবেক প্রত্যেক নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যাক্তিকে প্রত্যেক করমেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনাধিক ১৫ (পনের) দিনের মধ্যে দাখিলপত্র প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। দাখিলপত্র দাখিল ১৫ তারিখের মধ্যে দাখিল না করলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা-৮৫ এর উপধারা-১(ক)(খ)(ঞ)(ট) ও (ড) অনুযায়ী শাস্তিযোগ আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারবে অপরদিকে ১০,০০০ টাকা জরিমানা করতে পারবে।
আপনার মতামত লিখুন :