• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

বিলম্বে দাখিলপত্র পেশ


FavIcon
আরমান আহমেদ
নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2024 ইং
ছবির ক্যাপশন: বিলম্বে দাখিলপত্র পেশ ad728

৬৫। নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে আবেদনের ভিত্তিতে কমিশনার কোন ব্যক্তিকে বিলম্বে দাখিলপত্র পেশ করিবার জন্য অনুমতি প্রদান করিতে পারিবেন, তবে উক্ত অনুমতি কর পরিশোধের প্রকৃত তারিখকে ১ (এক) মাসের অধিক বর্ধিত করিবে না বা সুদ পরিশোধের দায়-দায়িত্বকে পরিবর্তন করিবে না।
দাখিলপত্র দাখিল ১৫ তারিখের মধ্যে দাখিল না করলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা-৮৫ এর উপধারা-১(ক)(খ)(ঞ)(ট) ও (ড) অনুযায়ী শাস্তিযোগ আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারবে অপরদিকে ১০,০০০ টাকা জরিমানা করতে পারবে।