1[৫। 2[ (১) যদি কোন ব্যক্তি এক বা একাধিক স্থান হইতে অভিন্ন অথবা সমজাতীয় পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ সংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রমের সকল হিসাব-নিকাশ, কর পরিশোধ ও রেকর্ডপত্র সফটওয়্যার ভিত্তিক অটোমেটেড পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করেন, তাহা হইলে তিনি, নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, একটি কেন্দ্রীয় মূসক নিবন্ধন গ্রহণ করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, অভিন্ন বা সমজাতীয় পণ্য বা সেবা সরবরাহ করা সত্ত্বেও কোন ইউনিটে অর্থনৈতিক কার্যক্রমের হিসাব-নিকাশ, কর পরিশোধ ও রেকর্ডপত্র স্বতন্ত্রভাবে সংরক্ষণ করিলে তাহাকে প্রতিটি ইউনিটের জন্য পৃথক নিবন্ধন গ্রহণ করিতে হইবে।
3[(১ক) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৫৮ এর অধীন বিশেষ পরিকল্পের অধীন তামাকজাত পণ্য সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় নিবন্ধন প্রযোজ্য হইবে না।
(১খ) কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ ও কর পরিশোধের লক্ষ্যে বোর্ড বিধিমালা প্রণয়ন করিতে পারিবে।]
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন ব্যক্তি দুই বা ততোধিক স্থান হইতে ভিন্ন ভিন্ন পণ্য বা সেবা সরবরাহ সংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন তাহা হইলে তাহাকে প্রতিটি স্থানের জন্য পৃথক নিবন্ধন গ্রহণ করিতে হইবে।
(৩) উপ-ধারা (১) এর অধীন নিবন্ধিত ব্যক্তির কেন্দ্রীয় এক ইউনিট হইতে অপর ইউনিটে পণ্য বা সেবার আদান-প্রদান বা চলাচল সরবরাহ বলিয়া গণ্য হইবে না এবং ফলশ্রুতিতে উৎপাদ কর দায় বা উপকরণ কর রেয়াত উদ্ভূত হইবে না।]
মূসক/ভ্যাট নিবন্ধন গ্রহনের জন্য প্রথমত আপদের অনলাইনে আবেদন করাতে হবে। অনলাইনে আবেদনের জন্য প্রথমে https://vat.gov.bd/ ওয়েবসাইটে যেতে হবে।
আবেদনের প্রথমেই যে সকল দলিলাদির সফটকপি/স্ক্যান কপি রাখতে হতে তা নিম্নে উল্লেখ করা হলোঃ
১) আপ-টু-ডেট ট্রেড লাইসেন্স
২) টিআইএন সার্টিফিকেট
৩) এনআইডি (জাতীয় পরিচয়পত্র)
৪) ব্যাংক সলভেন্সী/স্টেটমেন্ট
৫) আইআরসি (আমদানিকারক লাইসেন্স) (যদি আপমাদানিকারক হন)
৬) ইআরসি (রপ্তানিকারক লাইসেন্স) (যদি আপমাদানিকারক হন)
৭) কারখানার লে-আউট প্ল্যান (যদি উৎপাদনকারী হন)
৮) ম্যাশিনারিজ তালিকা (যদি উৎপাদনকারী হন)
৯) পুরাতন মূসক নিবন্ধন (যদি থাকে)
১০) অফিস/দোকান ভাড়ার চুক্তিপত্র
১১) আরজেএসসি (লিমিটেড কোম্পানী হলে)